Sunday 29 April 2018

পৃথিবীর সবচেয়ে সরল রাসায়নিক বিক্রিয়া

   পৃথিবীর সবচেয়ে সরল রাসায়নিক বিক্রিয়া

                              এক.

              "আমার মনের পরমাণুর সনে,
              মিলন হবে সেকেন্ডের ভগ্নাংশে!"

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ্ ক্যাং কুয়েন নি এর পরীক্ষায়, সূঁচের ডগার থেকেও অনেক ছোটো হাওয়া বাতাসহীন একটা জায়গায়, আলো দিয়ে আটকানো একপিস্ সোডিয়াম পরমাণু বসে বসে এই ভাবছিলো! মিলেছিলো চোখের পলকেই, তবে মনের মতো পরমাণু পায় নি সোডিয়াম। সোডিয়ামের যেমনি ক্ষারালো স্বভাব, তেমনি আরেকটা ক্ষার ধাতুর পরমাণু, নাম সিজিয়াম, আরেকটা ওমনি জায়গায় আলো দিয়ে আটকানো ছিলো আর অপেক্ষা করছিলো ফোটন নামে এক পুলিশের। এখন সোডিয়াম যদি হালকা ফুলকো মেজাজের বউমা হয়, সিজিয়াম তবে একটু ভারিক্কি গোছের শাশুড়ি। স্বাভাবিক অবস্থায় এদের মধ্যে যে খুব বনিবনা হবে না, সেটা টিভির সিরিয়াল-বিজ্ঞানীরা ভালো জানেন! কিন্তু ফোটন পুলিশের সিগন্যাল পেয়ে মিললো তারা, এবং তৈরী করলো একটাই অণু, কিছুটা খ্যাপাটে অবস্থায় যদিও, যার সাক্ষী 12 ই এপ্রিল 2018 সালের সায়েন্স পত্রিকার একটি রিপোর্ট ( doi: 10.1126/science.aar7797)।

ক্যাডবেরির বিজ্ঞাপনে শাশুড়ী বউমার সেই সাত সমুন্দর নাচের কথা মনে আছে নিশ্চয়!

একটা পরমাণু আরেকটা পরমাণুর সঙ্গে মিশে একটাই অণু জন্ম দিলো -- এ যেন ইস্কুলের বিজ্ঞান বইতে লেখা A + B = C এইরকম ব্যাপার! বাস্তবে রাসায়নিক বিক্রিয়া আগে কখনো এতো সরল হয় নি। বিক্রিয়া মানেই ট্রিলিয়ন বিলিয়ন পরমাণু কৌরব পাণ্ডবদের মতো আক্রমণ বলে একে অন্যের উপরে ঝাঁপিয়ে পড়া! “তারপর কী হইলো জানে শ্যামলাল” মানে রসায়নবিদ্। সেখানে বেশীরভাগ সময় প্রয়োজনের তুলনায় অপ্রয়োজনীয় অণু পরমাণু বেশী তৈরী হয়। এরকম আলোর চিমটে করে দুটো পরমাণু তুলে ধরে আলো ফেলে ওদের মিশিয়ে দিয়ে নূতন অণু তৈরী, এটা মানুষের পক্ষে একটা অকল্পনীয় ব্যাপার বটে!

চিমটে কী করে আলোর হয়??

© শ্রুতিসৌরভ বন্দ্যোপাধ্যায়

1 comment:

  1. পরের পর্বের অপেক্ষায় আছি হে, অধীর আগ্রহে!

    ReplyDelete